সাদপন্থী তাবলীগ জামাত নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ
বরিশাল প্রতিনিধি:
ঢাকার টঙ্গীতে তাবলীগ জামাতের মুসল্লিদের উপর গভীর রাতে বর্বোরোচিত হামলার প্রতিবাদে এবং সাদ পন্থী তাবলীগ জামাত নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২/১২/২০২৪ ইং রবিবার বেলা ১১ টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশালের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বিক্ষোভ থেকে অনতিবিলম্বে হামলাকারীদের সনাক্তকরে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এবং সাদ পন্থী দের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।
সমাবেশ থেকে বক্তারা , বরিশালের সকল মসজিদের সন্ত্রাসী সাদ পন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানান । বিশেষ করে বরিশালের হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন মার্কাস মসজিদে সাদ পন্থী তাবলীগ জামাতের সন্ত্রাসী কার্যকলাপের বৈঠক হয় বলে জানানো হয়। তাই এই মসজিদকে তাদের কার্যক্রমের আওতামুক্ত রাখার দাবী করেন।
সমাবেশে আগত বিভিন্ন বক্তাগন বলেন, সারা বিশ্বে ইসলামের দাওয়াত প্রচার করতে তাবলীগ জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু এর ভিতরে সন্ত্রাসী সাদ পন্থী উগ্র মতাদর্শের লোকজন বিভিন্ন রকমের বাধা-বিজ্ঞানের সৃষ্টি করে আসছে। ইসলামের দাওয়াত প্রচারে তারা বিভিন্ন রকমের বিভেদ সৃষ্টি তৈরি করছে।
কর্ম ক্লান্ত পরিশ্রমী সাথি ভাইদের রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে চার জনকে হত্যা করে এবং বিভিন্ন লোককে আহত করে। বিক্ষোভ সমাবেশে বরিশালের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম,মসজিদের ইমাম, সহ মাদ্রাসার বিপুল সংখ্যক ছাত্র অংশ গ্রহন করে।