শিরোনাম
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল গ্রেফতার   » «    বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে চা-শ্রমিকের লাশ   » «    ছোট হয়ে যাচ্ছে চরভদ্রাসন ও সদরপুরের মানচিত্র   » «    মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে : মনিরুল হক চৌধুরী   » «    পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ : ড.মোঃ কেরামত আলী   » «   

মৌলভীবাজারে উলামা মাশায়েখের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

 


মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার উলামা মাশায়েখ ও তাদের সমর্থকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার উদ্যাগে এক সম্মিলিত মিছিল সহকারে জেলা প্রসাসক ও পুলিশ সুপার বরাবর এ স্মারকরিপি প্রদান করা হয়।

উলামা মাশায়েখরা জানান;’ গত ১৮ ডিসেম্বর ২০২৪ টংগী ইজতিমার ময়দানে গভীর রাতে ঘুমন্ত ওলামায়ে কিরাম,তাবলীগের সাথী ও ছাত্রদের উপর উগ্র সা’দপন্থী সন্ত্রাসীদের হামলায় ৪ জন নিহত ও অসংখ্য আহত করার প্রতিবাদ ও হত্যার বিচার এবং মৌলভীবাজার সহ সারা দেশে উগ্র সা’দ’পন্থী’দে’র সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছি আমরা’।

সাম্মরকলিপি প্রদান কালে তিনি বলেন,’উগ্রবাদী সাদপন্থী স’ন্ত্রা’সী’দে’র বিচার নিশ্চিতকরণ এবং তাদের সার্বিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান * মৌলভীবাজারে উলামা মাশায়েখে
সাম্প্রতিক সংবাদ