মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে : মনিরুল হক চৌধুরী
জেলা প্রতিনিধি:
কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পুনর্বহালের দাবিতে রোববার (২২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐক্য সংহতি পরিষদ লং মার্চ কর্মসূচি পালন করেছে। লং মার্চটি লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার থেকে শুরু হয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে শেষ হয়। এর আগে সংগঠনটি কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারকে স্মারকলিপি প্রদান করা হয় । কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
পরে মনিরুল হক চৌধুরী কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পূর্বের কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার পুনর্বহালের দাবিতে স্মারক লিপি প্রদান করেন । এসময় তিনি বলেন, “১৯৮৬ সালের কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার ভিত্তিতে আসন্ন নির্বাচন দিতে হবে। যদি তা না করা হয়, তবে এই অঞ্চলের মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে। ২০০৮ সালে তৎকালীন নির্বাচন কমিশনার কুমিল্লা-৯ আসনকে অন্যায়ভাবে পৃথক করেছেন। আমরা সেই সময়ের নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবো।”
মনিরুল হক আরও বলেন, “২০১৪ সালে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা নিয়ে হাইকোর্ট রায় দিয়েছিল, কিন্তু সাবেক মন্ত্রী লোটাস কামাল ক্ষমতার অপব্যবহার করে সেই রায় স্থগিত করিয়েছিলেন। এতে করে কুমিল্লা দক্ষিণ অঞ্চলকে পৃথক করা হয়েছে। আমরা নতুন নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছি। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
লং মার্চ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ড. শাহ মো. সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আকতার হোসেন, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা আহ্বায়ক মাসুদ করিম, সেক্রেটারি ইউসুফ আলী মীর পিন্টু, এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী। এছাড়াও অংশগ্রহণ করেন কুমিল্লার দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।