জয়পুরহাটে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার পৃথক পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। একটি মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পুকুর পাড় থেকে ও অপরটি আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রাম থেকে এই দুই জনের লাশ উদ্ধার করে।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে রজব আলীর (৬০) ও দুপুরে একই উপজেলার হাতিয়র গ্রাম থেকে মেহেদী হাসান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত রজ্জব আলী মাত্রাই ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত-জব্বার আলীর ছেলে। তিনি বলিগ্ৰাম গ্রামের সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তির পুকুরে পাহারাদার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর মেহেদী হাসান কালাই উপজেলার হাতিয়র ধাপপাড়া গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রজ্জব আলী দিনের বেলায় একটি ভ্যানগাড়ি চালাতেন এবং রাতে বলিগ্ৰাম এলাকার একটি পুকুরে পাহাড়াদারের কাজ করতেন। স্থানীয় লোকজন সকালে কৃষি কাজ করতে বলিগ্ৰাম মাঠে গিয়ে রজ্জব আলীর লাশ দেখতে পান। এরপর তারা বিষয়টি কালাই থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে কালাই উপজেলার হাতিয়র গ্রামে আজ দুপুর ১টার দিকে মেহেদির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালাই থানার ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রবিবার সকালে মাত্রাই এলাকা থেকে একটি লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপরদিকে দুপুরে হাতিয়র ধাপ পাড়া থেকে এক যুবককের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে হস্তান্তর করা হয়। উভয় ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কোন মামলা হয়নি।