শেরপুর ঝিনাইগাতীতে ট্রলিও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহত
স্টাফ রিপোর্টার :
শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলিও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জামাল মিয়া (৬৫) ও মজনু মিয়া নামে এক আহত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শেরপুর – ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক ও আহত আরোহীর বাড়ি জামালপুর সদরে। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, দুপুর দের টার দিকে জামাল মিয়া ঝিনাইগাতী থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর ভাবে আহত হয় জামাল মিয়া ও মজনু মিয়া।
এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচকে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিলে, কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে মৃত ঘোষণা করে। মজনু মিয়া শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সময় টলি গাড়ি রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি গাড়িটি আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।