শিরোনাম
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল গ্রেফতার   » «    বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে চা-শ্রমিকের লাশ   » «    ছোট হয়ে যাচ্ছে চরভদ্রাসন ও সদরপুরের মানচিত্র   » «    মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে : মনিরুল হক চৌধুরী   » «    পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ : ড.মোঃ কেরামত আলী   » «   

শান্তি ও সমৃদ্ধ দেশ গড়তে ইমামদের দায়িত্ব পালন করতে হবে : আইজিপি খোন্দকার রফিকুল

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বৈষম্য মুক্ত, শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের ইমাম সমাজের সৎ দায়িত্ব পালন করতে হবে। পাড়ায় মহল্লায় কেউ ধর্মের নামে উগ্রপন্থা অবলম্বন করে বিদেশীদের কাছে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন না করতে পাবে সেজন্য ইমাম সমাজকে অগ্রনী ভিমিকা পালন করতে হবে। শনিবার দুপুরে বাগেরহাট জেলা ইমাম সম্মেলনে বাংলাদেশের পুলিশের এন্টি টেররিজম
ইউনিটের প্রধান, অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম একথা বলেছেন। বাগেরহাট কামিল মাদরাসা মাঠে ইমাম সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. খলিলুর রহমান মাদানী।

ইমাম সম্মেলনের অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, মাধবকাঠি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন খানসহ জেলাব্যাপী ইমাম সমিতির বিপুল সংখক সদস্যগণ উপস্তিত ছিলেন।

দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান, অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শান্তি ও সমৃদ্ধ দেশ গড়তে ইমামদের দায়িত্ব পালন করতে হবে : অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল
সাম্প্রতিক সংবাদ