পীরগাছায় নটাবাড়ী কল্যাণ ট্রাস্ট একাডেমির সুধী ও অভিভাবক সমাবেশ
পীরগাছা, রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় নটাবাড়ী কল্যাণ ট্রাস্ট একাডেমির সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২২ডিসেম্বর)সকালে বিদ্যালয় চত্বরে নটাবাড়ী কল্যাণ ট্রাস্ট একাডেমির সহকারী শিক্ষক, মামুনুর রশিদ এর সঞ্চালনায়, প্রতিষ্ঠাতা ও পরিচালক কর্নেল আব্দুল বাতেন(অব.)এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড.কে.এম জালাল উদ্দিন আকবর বর্তমান অধ্যক্ষ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগাছা উপজেলা শাখার আমীর ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বজলুর রশিদ মুকুল,কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল প্রমূখ।নটাবাড়ী কল্যাণ ট্রাস্ট একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহবান জানান অতিথিরা।