শিরোনাম
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল গ্রেফতার   » «    বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে চা-শ্রমিকের লাশ   » «    ছোট হয়ে যাচ্ছে চরভদ্রাসন ও সদরপুরের মানচিত্র   » «    মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে : মনিরুল হক চৌধুরী   » «    পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ : ড.মোঃ কেরামত আলী   » «   

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ : ড.মোঃ কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ প্রথম একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আল্লাহ এ পরিবেশ তৈরি করে দিয়েছেন, বলেছেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ও শিবগঞ্জ উপজেলার দুই বারের সফল উপজেলা চেয়ারম্যান ড. মোঃ কেরামত আলী। গত ২২ ডিসেম্বর সকালে শিবগঞ্জ ইসলামী একাডেমিতে শিবগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বাসিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মোঃ আবু সুফিয়ান। তিনি আরো বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে বৈষম্য থাকবে না ,জুলুম থাকবে না, মানুষ নির্যাতিত হবে না। এই জন্য শ্রমিক ফেডারেশনের সকল সদস্য সহ সর্বস্তরের কর্মী ও জনসাধারণকে সর্বত্র প্রচেষ্টা চালাতে হবে । যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেনা ,সে জাতির কখনো উন্নতি হয় না তিনি আরো বলেন, প্রতিটা ইউনিয়নে, গ্রামে, পাড়ায়, মহল্লায় শ্রমিকদের সকল সেক্টরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠন তৈরি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে হবে। সম্মেলনের প্রধান বক্তা সাবেক এমপি জনাব মোঃ লতিফুর রহমান বলেন, ব্যক্তি ও দল পরিবর্তন করে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, দেশের উন্নয়ন হয় না ।

আমরা ন্যায় ও স্যামের বাংলাদেশ দেখতে চাই। এজন্য দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসন কায়েম করতে হবে। এজন্য তিনি সকলকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাম্মেল হক মাওলানা শেখাউল মোলক মোঃ সাদিকুল ইসলাম অধ্যাপক আব্দুল মান্নান গোলাম আজম অধ্যাপক মনিমুল হক, মাওঃ বাবুল ইসলাম প্রমুখ। সম্মেলনে আগামী ২৫ ও ২৬ সালের জন্য মোঃ আবু সুফিয়ানকে সভাপতি ও শাহাদাত হোসেন কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিবগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ
সাম্প্রতিক সংবাদ