শিরোনাম
চাঁদপুরে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ   » «    বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «   

শক্তিশালী ভূমিকম্পে ফের কাঁপল ভানুয়াতু

ভানুয়াতুর প্রধান দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন পর রোববার ভোরে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এবারে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ভূমিকম্পে কেঁপে উঠে ভবনগুলো। তবে এতে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত সপ্তাহে ভানুয়াতুতে ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। প্রাণহানি ঘটেছে অন্তত ১২ জনের।

এএফপি বলছে, দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ, এফাতে গত মঙ্গলবারের মারাত্মক ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর ভাঙা ভবনগুলো এখনও পড়ে আছে। রাজধানী পোর্ট ভিলার এবং এর আশেপাশে ভূমিধস শুরু হয়েছে।

সর্বশেষ ভূমিকম্পটি ৪০ কিলোমিটার (২৫ মাইল) গভীরতায় ঘটেছে এবং এটি রাজধানীর প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল, যা একটি আফটারশকের স্ট্রিং দ্বারা কেঁপে উঠেছে।

এএফপি জানিয়েছে, রোববার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। পোর্ট ভিলার ব্যবসায়ী মাইকেল থম্পসন এএফপিকে বলেছেন, ভূমিকম্পে তার পরিবার জেগে উঠে। তিনি বলেন, আমি এটিকে আরও বড় আফটারশকগুলির মধ্যে একটি বলে বর্ণনা করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শক্তিশালী ভূমিকম্পে ফের কাঁপল ভানুয়াতু
সাম্প্রতিক সংবাদ