শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

পীরগাছা থানার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা থানার আয়োজনে প্রায় তিনশো শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়েছে। শনিবার(২১ডিসেম্বর) বিকেলে পীরগাছা থানা চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত,রংপুর জেলা পুলিশ সুপার, মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি বলেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ শীতে কষ্টে থাকে। শীতার্তদের কথা ভেবে পীরগাছা থানা এই মহতি উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মাহমুদুল হাসান, পীরগাছা থানার অফিসার ইনর্চাজ, নুরে আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক তদন্ত, তাজুল ইসলাম,পীরগাছা থানার এসআই রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শাহ আলম প্রমুখ।এসময় পীরগাছা থানার অফিসার ইনর্চাজ,নুরে আলম সিদ্দিকী বলেন, পীরগাছা থানা পুলিশের উদ্যোগে আমরা শীতার্তদের শীতবস্ত্র দিচ্ছি। এছাড়াও আমরা যখন রাতে বের হই। ডিউটি থাকা অবস্থায় বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনে যারা শীতে কাতর হয়ে থাকে। তাদের শীতবস্ত্র দিয়ে শীত নিবারণের  চেষ্টা করে আসছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পীরগাছা থানার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
সাম্প্রতিক সংবাদ