রাণীশংকৈলে যৌথ অভিযানে মাদক বিক্রির অভিযোগে নারী আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (২১ ডিসেম্বর) সন্ধায় লেহেম্বা ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক বিক্রির অভিযোগে এক নারী কে আটক করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ সুত্রে যানাযায়,রাণীশংকৈলে ক্যাপ্টেন মুহিব উল্লাহ মুহিবের নেতৃত্বে,উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাও গ্রামের আবুল হোসেনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।এসময় আবুল হোসেনকে না পাওয়া গেলেও তার মেয়ে শিমু আক্তার (২৫) কে ৮৮ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে যৌথবাহিনীর সদস্যগণ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ওসি মুহা.আরশেদুল হক। তিনি জানান ,যৌথ অভিযানে ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়েছে,তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।