শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শীতার্ত হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে শীতার্ত হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি কিন্তু সবসময় মানুষের পাশে থাকে। বিএনপি চেটেপুটে খেয়ে ফেলে না। বিএনপি তার দেশের জনগণের কথা চিন্তা করে এলাকার মানুষের পাশে থাকতে চায়। সেজন্য বিএনপি সাধ্যমত আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।”

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৭০০ জন মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জাহিদ হোসেন বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের দিনাজপুরের সন্তান এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার নানার বাড়িও কিন্তু দিনাজপুরে। বিএনপি আপনাদের পাশে অতীতে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। দুস্ত মানুষ শুধু নয়, সাধারণ মানুষের উন্নয়ন এবং অগ্রগতির যেকোন প্রচেষ্টার সাথে বিএনপি শরিক থাকতে চায়। আমাদের দলের ৩১ দফা, রাষ্ট্র মেরামতের কর্মসূচি সেটির জন্য আগামি দিনে যখন জাতীয় নির্বাচন আসবে তখন নির্ভয়ে ভোট দিবেন। এবার আর দিনের ভোট রাতে হবে না। সেসুযোগ নাই। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। কেউ আপনাকে ধমক দিবেনা কেউ আপনাকে বাঁধা দিবেনা। আমরা আশা করবো, আমরা যেমন আপনাদের পাশে থাকি, আপনারাও আগামী দিনে যখন প্রয়োজন তখন বিএনপির কর্মসূচির পাশে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন।

এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, ফরিদ আলম, উপজেলা বিএনপির যুগ্ন সাঃ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের সভাপতি রেজা, পৌর যুবদলের আহ্বায়ক সজিব কবির, পৌর ছাত্রদের আহবায়ক রেজবী আহমেদ রকি সহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ