কাপাসিয়া উদীচীর ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদ এর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া কলেজ রোড কার্যালয়ে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির গঠন করা হয়েছে।
সাংবাদিক নূরুল আমীন সিকদারকে পুনরায় সভাপতি, মিজানুর রহমান মিলন ও চম্পা রানী দাসকে সহসভাপতি, মাস্টার মতিউর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন সিকদার সহ সাধারণ সম্পাদক, রুপা পাল কোষাধ্যক্ষ, মানিক বনিক সাংগঠনিক সম্পাদক, বাদশা আবদুল্লা প্রচার সম্পাদক, মারুফ হাসান সঙ্গীত সম্পাদক, জাহাঙ্গীর হোসেন, বাশিরুল হক,এস এম মাসুদ, মাতাবুর রহমান, বিশ্ব জিৎ বর্মন,রফিকুল ইসলামকে সদস্য মনোনীত করা হয়েছে।
সবায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রবীর সর্দার,সদস্য আনিসুর রহমান, আমজাত হোসেন, মানবেন্দ্র দেব, কানিজ উর রহমান, হেলাল মিয়া, শাকিল হাসান, এড. সারোয়ার ই কায়নাত। উপদেষ্টা মনোনীত করা হয়েছে অধ্যাপক রবীন্দ্রনাথ কুমার বকসী, অধ্যাপক মো.আমজাত হোসনে, অধ্যাপক সাইফুল ইসলাম, নাসিমা হালিম ও সিদ্দিকুর রহমান ফকির।