শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

এম এ মান্নান মেধাবৃত্তি পেয়েছে রাইজিং সানের ৩ শিক্ষার্থী

শান্তিগঞ্জ প্রতিনিধি :
২০২৪ সালে অনুষ্ঠিত এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান রাইজিং সান কিন্ডারগার্টেনের ৩ শিক্ষার্থী।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন, পশ্চিম পাগলার সজল দাসের ছেলে জয় দাস, সৈয়দ আহমদের মেয়ে হালিমা জান্নাত ও আফরোজ মিয়ার ছেলে ইফাদ মিয়া। গতকাল (শুক্রবার) প্রকাশিত এম এ মান্নান মেধাবৃত্তির ফল প্রকাশিত হলে এই তথ্য জানা যায়। এম এ মান্নান মেধাবৃত্তি পরীক্ষায় জয়, হালিমা ও ইফাদের সাফল্যে আনন্দিত তাদের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
রাইজিং সান কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মঞ্জুরুল আলম জানান, ‘এম এ মান্নান মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে ৩ জন বৃত্তি পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। প্রতিবছরের মত এবছরও শিক্ষার্থীদের এমন সাফল্যের পিছনে বেশি অবদান আমাদের প্রতিষ্ঠানের সুদক্ষ পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাবৃন্দের। এছাড়া আমাদের শিক্ষার্থীদের সচেতন অভিভাবকবৃন্দও এক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন।’
বৃত্তি পাওয়া ইফাদের বড় ভাই হাসান জকি বলেন, ‘আমার ছোট ভাই ইফাদসহ ৩ জন শিক্ষার্থী এবছর রাইজিং সান থেকে এম এ মান্নান মেধাবৃত্তি পেয়েছে। তাদের এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্ব প্রতিষ্ঠানটির পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাবৃন্দের। সবাই দোয়া করবেন আমার ভাই বড় হয়ে যেন দেশের মানুষের সেবায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারে।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গতকাল (৭ ডিসেম্বর) প্রকাশিত হয়। জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৪১ জন শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে মধ্যে দু’টি গ্রেডে ৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * এম এ মান্নান মেধাবৃত্তি পেয়েছে রাইজিং সানের ৩ শিক্ষার্থী
সাম্প্রতিক সংবাদ