সিরাজগঞ্জে হেরোইনসহ ওয়ার্ড বিএনপি’র নেতা গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি:
১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো: বাবু শেখকে হেরোইন সহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ দিকে ৩২ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ৮ হাজার ৮ শত ৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের মাসুমপুর মহল্লার মো: দানিদ শেখের ছেলে, মো: বাবু শেখ।
এসময় যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সেনা কেম্পের অফিসার ক্যাপ্টেন সুদীপ্ত দাস, সদর থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম সহ সেনাবাহিনী ও অন্যান্য পুলিশ সদস্য।