তজুমদ্দিনে ব্যাটারিচালিত ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু 

জেলা প্রতিনিধি (ভোলা)

ভোলার তজুমদ্দিনে ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে পরনে থাকা শাড়ির আঁচল পেঁচিয়ে ঝর্না রানী দাস (৩৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় ভোলা টু চরফ্যাশন সড়কের ডাওরী বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে।

 

ঝর্না উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হারাদন বাড়ির হারাদন চন্দ্র দাস এর সহধর্মিনী। তার বাবা, মা, ভাই ও শাশুড়ির সাথে চরফ্যাশন তার মামা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে অজান্তেই তার পরনে থাকা শাড়ির আঁচল চলন্ত ইজি বাইকের চাকার সঙ্গে প্যাঁচ লাগে। সে গুরুতর আহত হলে আত্মীয়রা দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

তজুমদ্দিন থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর অসীম জানান, এই ঘটনায় থানায় এখনো কোন মামলা রুজু হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * তজুমদ্দিনে ব্যাটারিচালিত ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু
সর্বশেষ সংবাদ