প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানকে মোঃহাসানুর জামান বাবু’র অভিনন্দন
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি সাংবাদিক কলামিস্ট ক্রীড়া সংগঠন মোঃহাসানুর জামান বাবু। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি মোঃহাসানুর জামান বাবুও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এক যৌথ বিবৃতিতে নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে নবনিযুক্ত চেয়ারম্যান জনাব এ কে এম আবদুল হাকিম এর সুস্থ শরীর দীর্ঘায়ু ও সফলা কামনা করেন।
বিবৃতিতে বৃহত্তর চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি মোঃহাসানুর জামান বাবু বলেন,নবনিযুক্ত চেয়ারম্যান মো. এ কে এম আবদুল হাকিমের মতো অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব প্রেস কাউন্সিলের নেতৃত্ব গ্রহণ করায় দেশের গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিক মানদণ্ড এবং দায়বদ্ধতা আরও সুসংহত হবে বলে আমাদের বিশ্বাস।
তার দূরদর্শী নেতৃত্বে প্রেস কাউন্সিল সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও সুষ্ঠু সাংবাদিকতাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমরা উনার সফল, কার্যকর ও গৌরবময় মেয়াদের প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে তৃণমূলের গণমাধ্যমকর্মীরা বিগত দিনে প্রশিক্ষণের তেমন সুযোগ পায়নি। বরং এই সুযোগ-সুবিধাগুলো মূলত প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে মফস্বলের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছেন বলে আমরা মনে করি।
আমরা আশা করি, বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণ কর্মশালা বৈষম্যহীনভাবে সব সাংবাদিকের জন্য চালু হবে। প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূলের সাংবাদিকরাও একদিন বড় বড় মিডিয়া হাউজগুলোতে কাজ করার সুযোগ পাবেন।
বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক সাংবাদিক ঐক্য পরিষদ নবনিযুক্ত চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের সাফল্যের জন্য সর্বদা সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে।