বরিশালের সেনাবাহিনী গাড়ির সাথে ধাক্কা লেগে এক শিশু ক্রিকেটার নিহত
বরিশাল প্রতিনিধি:
বরিশালে সেনাবাহিনীর মালবাহী গাড়ির সাথে ধাক্কা লেগে এক শিশু নিহত হয়েছে। মোঃ রুহী (১৩) নামের ওই শিশু নগরীর সাগরদি এলাকার ব্রাঞ্চ রোডের মোঃ হাসানের ছেলে এবং জেলা অনুর্ধ – ১৪ ক্রিকেট দলের খেলোয়াড়।
৩ /১২/২০২৪ ইং মঙ্গলবার বিকাল বেলা বরিশাল নগরীর বান্দ রোডে স্টেডিয়াম থেকে ক্রিকেট খেলার অনুশীলন শেষে বাইসাইকেলে করে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে এসময় তার সাথে থাকা এক বন্ধু ও আহত হয় বলে, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মিজানুর রহমান জানান।