সালথার পুরুরা মাদ্রাসার ৫৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী আল- জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলূম পুরুরা মাদ্রাসার ৫৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বাদ যোহর মাদ্রাসার মাঠে উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিলকে সামনে রেখে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে মাদ্রাসা মাঠ পরিদর্শনে আসেন ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ও সমাজ সেবক মো. জাহিদ হোসেন। এসময় অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দীন বিন জহুরুল হক তাকে মাদ্রাসার মাঠের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম ঘুড়ে দেখান।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক কালাম বিশ্বাস, যুগ্ম আহবায়ক আকুব্বর মাতুব্বর। এছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।