শান্তি চুক্তির বর্ষপূর্তিতে কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোনের বিনামূল্যে স্বাস্থ্য সেবা
রাঙ্গামাটি প্রতিনিধি:
পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার চিৎমরম এলাকার চিংম্রং বৌদ্ধ বিহার রেষ্ট হাউজের সামনে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় প্রায় সাড়ে ৩ শত জন পাহাড়ী ও বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর মেডিক্যাল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান, এএমসি এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। মহিলা ও শিশুরোগ অভিজ্ঞ ডা: স্বর্ণা বাড়ৈ মেডিক্যাল ক্যাম্পে সহায়তা করেন।কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এসময় এই মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং আগত স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় পাহাড়ী, বাঙ্গালী, হেডম্যান,বিভিন্ন স্কুলে শিক্ষক, কারবারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। পার্বত্যঞ্চলে পাহাড়ি – বাঙ্গালি মিলেমিশে বসবাস করে আসছেন। আমরা আশা করছি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।
তিনি আরোও বলেন, কেউ কেউ পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পাঁয়তারা করছে, কেউ যদি অস্থিতিশীল করতে চাই, আমরা কঠোরভাবে দমন করবো আমরা শান্তি চাই।
এসময় ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, ইতোমধ্যে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ও ওয়াগ্গাছড়া জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ী ও বাঙ্গালী বেকার তরুনদেরকে কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষে জেনারেটর প্রস্তুতি এবং বৈদ্যুতিক ওয়েলডিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকারের মূলমন্ত্র হিসেবে ” সবার জন্য মানসম্মত শিক্ষা” বাস্তবায়নকল্পে ওয়াগ্গাছড়া জোন সদর হতে ১শত ১১ কিঃ মিঃ দূরবর্তী রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার কচুতলী টিওবি সংলগ্ন চাকমা ও তনচংগ্যা সম্প্রদায়ের ৫৫টি পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য একটি স্কুল ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর সকল অফিসার্স, জেসিও’স ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়াগ্গাছড়া জোনের পক্ষ হতে এ ধরণের বিশেষ মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।