শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

শরীয়তপুর তুলাসার ভূঁয়া মাজার ও শরীয়ত পরিপন্থী কাজ বন্ধের দাবীতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলাধীন তুলাশার ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর গোয়ালদী আফজাল হোসেন আকনের মাজার কেন্দ্রীক অশ্লীল গান-বাজনা,মাদক সেবন,জুয়ার আসর এবং অনৈসলামিক ও শরীয়ত পরিপন্থী কাজ বন্ধের দাবীতে মানববন্ধন। তুলাসার ইউনিয়নের সর্বস্তরের তাওহীদি জনগণের আয়োজনে ১লা ডিসেম্বর সকাল ১০ টায় রাজগঞ্জ ব্রিজ থেকে একটি বিক্ষোভ মিছিল করে কোর্ট প্রাঙ্গনে এসে মানববন্ধনে দাড়াঁন। পরে শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন ০৬ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর গোয়ালদী গ্রামের মোঃ শাহ জাহান আকনের ছেলে মোঃ আফজাল হোসেন আকন আনুমানিক ০৫ অথবা ০৬ বছর আগে রাতের অন্ধকারে কে বা কাহার লাশ দাফন করিয়া উক্ত কবরের উপর মাজার নির্মাণ করিয়া প্রত্যেক বছর মাঝে মধ্যে মাজার কেন্দ্রীক উরশ মোবারকের নামে গান-বাজনা, মাদক সেবন ও অনৈসলামিক কাজের আয়োজন করে। স্থানীয় তৌহিদী জনতা জানতে পারিলে প্রশাসনকে অবহিত করলে প্রশাসন তাহা বার বার বন্ধ করিয়া দেয়। প্রকাশ থাকে যে, উক্ত কাজের জন্য একাধিক বার জেল হাজত ভোগ করিয়াছে। এমতাবস্থায় বিশ্বস্ত সূত্রে জানতে পরিলাম উক্ত মাজারে আগামী ২ ও ৩ ডিসেম্বর/২০২৪ইং রোজ: সোম ও মঙ্গলবার পূনরায় উরশ মোবারকের নামে গান- বাজনা, মদ, গাঁজা সেবন সহ অনৈসলামিক ও শরীয়ত বিরোধী কাজের পায়তারা করিয়া আসিতেছে। উক্ত অনৈসলামিক ও শরীয়ত বিরোধী কাজ করতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা আছে।
এই মর্মে তৌহিদী জনতার পক্ষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন আব্দুল করিম বেপারী।
মানববন্ধন থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর কাছে তাদের দাবি উক্ত মাজার কেন্দ্রীক সমস্ত অনৈসলামিক ও শরীয়ত বিরোধী কাজ স্থায়ী ভাবে বন্ধ করা হউক।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মোজাহিদ কমিটির জেলা শাখা সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ কেরামত আলী, হেফাজতে ইসলামি জেলা সভাপতি মাও.সাব্বির আহমেদ ওসমানী, ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী,ইমাম মোয়াজ্জেম কল্যাণ পরিষদ এর জেলা শাখার সভাপতি মুফতি জিয়াউল ইসলাম ও  সহসভাপতি মাও.এনামুল হক প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ