নেকমামুদ শিশু নিকেতন কেজি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় নেকমামুদ শিশু নিকেতন কেজি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা ও দোওয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিদায় অনুষ্ঠানে নেকমামুদ শিশু নিকেতন কেজি স্কুলের সহকারী শিক্ষক রতন চন্দ্র বর্মন এর সঞ্চালনায় ও রাজবাড়ী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী আব্দুল কুদ্দুস ভুঁইয়া ও শফিউদ্দিন, নেকমামুদ শিশুর নিকেতন কেজি স্কুলের প্রধান শিক্ষক, পরিমল চন্দ্র বর্মন, ম্যানেজিং কমিটির সদস্য, কফিল উদ্দিন, সাখোয়াত হোসেন সুজন, মোস্তাফিজার রহমান মিশন, আব্দুল হাকিম সরকার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উপহার স্বরূপ শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।এসময় দোওয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোশাররফ হোসেন।