মান্দায় মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী সম্পাদক সোহরাব হোসেন

 নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় মাদ্রাসা শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতি পদে ভারশোঁ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এসএম এরফান আলী মিয়া, সাধারণ সম্পাদক পদে কোঁচড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সোহরাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে বানিসর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোজাদ্দীদ আল হাবীব নির্বাচিত হয়েছেন।
মান্দা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির আহবায়ক এসএম এরফান আলী মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারি ঐক্য জোট নওগাঁ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম।
সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, বাশিস নওগাঁ জেলা শাখার সভাপতি গোলাম সোরোয়ার স্বপন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি এমদাদুল হক মুকুল, শিক্ষক-কর্মচারি ঐক্য জোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আজাহার আলী সেতু বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি নওগাঁ জেলা শাখার সহসভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ ও বাশিস মান্দা শাখার যুগ্ম আহবায়ক এনামুল হক।
শেষে এসএম এরফান আলী মিয়াকে সভাপতি, সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক ও মোজাদ্দীদ আল হাবীবকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মান্দায় মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী সম্পাদক সোহরাব হোসেন