গোপালপুরের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ
গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপির নেতা, সাবেক শিক্ষা উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায়, গোপালপুর পৌর শহরের গোহাটা সংলগ্ন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।
শনিবার সারা দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নুরুন্নবী আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রোমান আহমেদ প্রমুখ। এ সময় প্রায় তিনশ সুবিধা বঞ্চিত অসহায় গরীব রোগীদের স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।