জামায়াতে ইসলাম কেবলমাত্র মহান রবের কাছ থেকে প্রতিদান পেতে চাই: এমবি বাকের
শালিখা মাগুরা:
নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ। জামায়াতে ইসলামের কোনো কর্মী রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করে না, তারা রাজনীতিকে ফরজ কাজ হিসেবে গ্রহণ করে। জামায়াতে ইসলামী কোনো মানুষের কাছ থেকে প্রতিদান পেতে চাই না, আমরা কেবলমাত্র মহান রবের কাছ থেকে প্রতিদান পেতে চাই।
মাগুরার শালিখায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে জামায়াতে ইসলামীর শতখালী ইউনিয়ন শাখার আয়োজনে এক কর্মী পরিচিতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকের। শতখালী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সমাবেশে
জামায়াতে ইসলামীর শতখালী ইউনিয়ন শাখার আমীর মাওলানা ফরিদ ইসলাম এর সভাপতিত্ব ও নাজমুল হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার অমুসলিম বিভাগের সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, শালিখা উপজেলার আমীর ও উপজেলা সূরা ও কর্মপরিষদ সমাজ কল্যাণ বিভাগের সদস্য অধ্যাপক আফসার আলী, শালিখা উপজেলার সাবেক আমীর মাওলানা আলমগীর হোসাইন, মাগুরা পৌর আমীর মাওলানা আশরাফুল আলম, মাগুরা ল-ইয়ার্সের সভাপতি ও সরকারি এপিপি এ্যাড.ফরিদ আহমেদ , মাগুরা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম প্রমুখ ।