শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ভোলায় শিকল দিয়ে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ডাওরি বাজার সংলগ্ন একটি খাল থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায়  খাল থেকে মরদেহটি উদ্ধার করে বোরহানউদ্দিন থানা পুলিশ।  বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, স্থানীয়রা খালের মধ্যে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ  এসে লাশ উদ্ধার করে। অজ্ঞাতপরিচয়ের ওই যুবকের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে একটি জিন্স প্যান্ট ও গায়ে একটি গেঞ্জি পরিহিত। হাত-পা শিকল দিয়ে বাঁধা এবং তালা মারা। পুলিশের ধারণা, এই যুবকের মৃত্যু হয়েছে আনুমানিক ২ থেকে ৩ দিন আগে। লাশের গায়ে পচন ধরেছে। যেকেউ যুবককে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে বলে পুলিশ ধারণা করছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ভোলায় শিকল দিয়ে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
সাম্প্রতিক সংবাদ