শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

কুষ্টিয়ায় ট্রেন থেকে ২২ লাখ টাকার ভারতীয় হেরোইন উদ্ধার

 কুষ্টিয়া  জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ২২ লাখ টাকার ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। তবে এ ঘটনায় কোনও মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর রেলস্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ১ কেজি ১১৫ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। এই মাদকের বাজার মূল্য ২২ লাখ ৩০ হাজার টাকা।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন মিরপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাতে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৩০ হাজার টাকা। এ বিষয়ে মিরপুর থানায় জিডি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কুষ্টিয়ায় ট্রেন থেকে ২২ লাখ টাকার ভারতীয় হেরোইন উদ্ধার
সাম্প্রতিক সংবাদ