শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বাংলাদেশের সংখ্যালঘুরা সব সময় নিরাপদে ছিল : পীর সাহেব চরমোনাই

বরিশাল প্রতিনিধি:
 ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর  ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম বলেন,  বাংলাদেশে সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ সব সময়ই নিরাপদে ছিল। কখনো  তাদের ওপর কোন রকম হামলা নির্যাতন হয়নি। এদেশের মুসলমানরা হিন্দু সহ সকল ক্ষুদ্র জাতি গোষ্ঠীর পাশে ছিল  সব সময়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের হিন্দুরা নিরাপদেই আছে। কিন্তুু এক শ্রেনীর অপশক্তি দেশকে অস্থিতিশীল  করতে  হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ইস্যু হিসেবে  ব্যবহার করছে।
২৮/১১/২০২৪ ইং বৃহস্পতিবার  চরমোনাইর অগ্রহায়ন মাসের মাহফিলের ২য় দিনের কর্মসূচি তে   উলামা মাশায়েখ সন্মেলনে  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাইর পীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম  বলেন দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে  কাজ করতে হবে। কোন ভাবে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে  না পারে সেই দিকে  সবাই কে সজাগ থাকতে হবে।
উলামা মাশায়েখ সন্মেলনে দেশ বরেন্য বিভিন্ন রাজনৈতিক ও ইসলামিক ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
 অন্যান্যদের মধ্যে উল্লেখ যোগ্য  ব্যক্তিবর্গ হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র  প্রেসিডিয়াম  সদস্য অধ্যক্ষ মাওঃ সৈয়দ  মোসাদ্দেক বিল্লাহ আল  মাদানী, মহাসচিব  হাফেজ  মাওঃ অধ্যক্ষ মোঃ ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওঃ গাজী  আতাউর রহমান, গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক  ( নুর), ইসলামি আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব  অধ্যক্ষ শেখ ফজলে বারি মাসউদ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বাংলাদেশের সংখ্যালঘুরা সব সময় নিরাপদে ছিল : পীর সাহেব চরমোনাই
সাম্প্রতিক সংবাদ