ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এছাড়া সাংবাদিকদের মধ্যে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রেসক্লাবের সহসভাপতি সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক শাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুছ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ঈমাম হোসেন, নির্বাহী সদস্য মো. বাছির উদ্দিন ও সোহেল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ব্রাহ্মণপাড়ায় স ম আজহারুল ইসলামের ১৪ মাসের কর্মকাল, অর্জন, উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ তোলে ধরে বিভিন্ন আলোচনা করা হয়।