পীরগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

পীরগাছা রংপুর প্রতিনিধি :
 রংপুরের পীরগাছায়  রবি ২০২৪-২৫ মৌসুমে হাইব্রিড ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে।বুধবার বেলা ১২টায়  উপজেলা কৃষি অফিস চত্বরে  উপজেলা কৃষি অফিসের আয়োজনে শতাধিক কৃষকের মধ্যে বীজ ধান বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে  উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা  রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাজমুল হক সুমন। এ সময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায়  উপজেলার ০৯টি ইউনিয়নে মোট ৪ হাজার ৭শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে  ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পীরগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ