সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত

সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে এসময় আহত হয়ে‌ছে আ‌রো একজন।
বুধ ও বৃহস্পতিবার (২৮ শে নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বেলকুচি থানাধীন সুবর্ণ সাড়া এম, পি রোড মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।mনিহত হলেন, শরীয়তপুর জেলার চন্দন সাহা গ্রামের মো. সোহরাব আলী সরদারের ছে‌লে মো. লিটন মিয়া (৩৪)।
জানা যায়, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান- ঢাকা মেট্রো- ন-১৯-৪১১৬ ঢাকা হতে রেক ভর্তি আসবাবপত্র নি‌য়ে বেলকুচি মুকুন্দগাতি বাজারে পৌঁছলে অসাবধানতার কারনে অজ্ঞাতনামা এক‌টি গাড়ি পিছন থে‌কে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ড্রাইভার লিটন গাড়ির মধ্যেই মৃত্যুবরণ করেন এবং পিকআপের মধ্যে থাকা মালিক মো. সুমন মিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় তা‌কে উদ্ধার করে বেলকু‌চি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বেলকুচি থানার এস,আই মো. সায়মন তথ্যটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করার ব্যবস্থা করি এবং নিহত ব্যক্তি ও গাড়িটি বেলকুচি থানায় নি‌য়ে আ‌সি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত