আমার ভাইয়েরা শহীদ হচ্ছে আমার বেঁচে লাভ কি ?

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মীর মুগ্ধ, আবু সাঈদ, মেহেদী হাসান রাব্বি ভাইসহ আমার অসংখ্য ভাইয়েরা শহীদ হচ্ছে আমার বেঁচে থেকে লাভ কি ? এটা ভেবে আমি বাড়ি থেকে মা-বাবার অনুমতি নিয়ে বেরিয়ে পড়ি এবং মাগুরা পারনান্দুয়াল ব্রীজের উপরে অবস্থান করি পরে সেখানে সংঘর্ষ শুরু হলে আমার চোখের উপরে একটা গুলি লাগে এবং আমার মাথায় দুইটা গুলি লাগে। মাথার ভেতরের শীরার সাথে এখনো একটি গুলি লেগে রয়েছে যেকারণে মাঝে মাঝেই মাথায় যন্ত্রণা করে। জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে‌ আহত ও শহীদ স্মরণে স্মরণসভায় এভাবেই স্মৃতি চারণ করতে কেঁদে উঠলেন ৪ঠা আগস্ট সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাহত আবু বক্কর সিদ্দিক।

আবু বক্কর সিদ্দিক মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র ও শালিখা উপজেলারর ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদ্রাসার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। যোদ্ধাহত অপর একজন শিক্ষার্থী নাইমুল ইসলাম রাহানের মা নাজনীন নাহার ছেলের মাথা ও বুকে শটগানের প্লেট লাগার ঘটনা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন।  নাজমিন নাহার বলেন, আমি যখন শুনি আমার ছেলেটার গায়ে গায়ে মাথায় গুলি লেগেছে এবং তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তখন আমি অজ্ঞান হয়ে পড়ি।

আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ স্মরণসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শালিখা উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক লিয়াকত আলী শিকদার, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুকুল রন্জন শিকদার, শালিখা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, সাংবাদিক মাসুম বিল্লাহ, শালিখা উপজেলা ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোদ্ধাহত ছাত্র তামিম, রাকিবুল ইসলাম, আশিকসহ যোদ্ধাহত ছাত্রদের অভিভাবকবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সকল প্রকার সহযোগিতা উপজেলা প্রশাসন থেকে করা হবে পাশাপাশি যোদ্ধাহত সে সকল ছাত্রদের পরিবারে আর্থিক দৈন্যতা রয়েছে তাদেরকেও সহযোগিতা করা হবে। এছাড়াও ছাত্রদেরকে শিক্ষকদের প্রতি অনুগত থেকে বেশি বেশি করে বইয়ের সান্নিধ্যে থাকার অনুরোধ জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আমার ভাইয়েরা শহীদ হচ্ছে আমার বেঁচে লাভ কি ?