‘ইসকন’র নেতাকর্মীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ
জসিম উদ্দিন:
চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারেরর পাদদেশে রাত ৮ টায় নোবিপ্রবি শিক্ষার্থীরা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় তারা ‘ইসকন তুই জঙ্গী, ফ্যাসিবাদের সঙ্গী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ভারতে মুসলমানদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। আর সেই নির্যাতন আমরা আজকে বাংলাদেশেও দেখতে পেয়েছি। তারা সংখ্যালঘুর ট্রাম্প কার্ড ব্যবহার করে উস্কানিতে দিচ্ছে। আমরা তাদের পাতানো ফাঁদে পা দিবো না। মুসলমানদের সবসময় ক্ষুন্ন করা হচ্ছে। আমরা আন্তর্জাতিকভাবে আমাদের অধিকার নিশ্চিত করবো। আমরা দ্রুত এ হত্যার সুষ্ঠু বিচার চাই।”
আরেক শিক্ষর্থী জিহাদুল ইসলাম বলেন, “ ২৪ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে একটা গ্রুপ দিল্লীতে বসে আমাদের বিভাজন করার প্রেসক্রিপশন দিচ্ছেন। হারপিক মজুমদার সহ সকল খুনীরা বিশ্বের বিভিন্ন দেশে বসে জাতিকে উস্কায় দিচ্ছেন, এই বাংলার মাটিতে আপনাদের বিচার হবে। ৯০ ভাগ মুসলমানদের দেশে সংখ্যালঘুদের আমরা সবসময় নিরাপত্তা দিয়ে আসছি। আজকে যারা সাইফুল ভাইকে হত্যা করেছে, তাদের সুষ্ঠু বিচারের আহবান করছি।
এর আগে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম আদালতের সামনে চিন্ময় প্রভুর সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।