শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

ইবি প্রতিনিধি :
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রামে আন্দোলন চলাকালে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পাশ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
এসময় শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবর; ইস্কনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; ইস্কনের মদদদাতা, হুশিয়ার সাবধান; একশান একশান, ডাইরেক্ট একশান; ইস্কনের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, ইসকন হিন্দুদের কোন সংগঠন নয়, এটি ভারতের উগ্রবাদী একটি সংগঠন। বাংলাদেশ সম্প্রীতির দেশ এদেশে হিন্দু মুসলিম ভাই ভাই। এখানে হিন্দুরা যেমন তাদের ধর্ম পালন করবে তেমনি মুসলমানরাও তাদের ধর্ম পালন করবে, কোন হানাহানি মারামারি থাকবে না। কিন্তু ওই জঙ্গি সংগঠন ইসকন এই বাংলাদেশে হিন্দু-মুসলিম এর মধ্যে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইস্কনকে কোনমতেই এই বাংলার মাটিতে জায়গা দেব না। আমরা ধর্ম ধন্য নির্বিশেষে সবাই একত্রিত হয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২৪ এর ছাত্র আন্দোলনের মতো ঐক্যবদ্ধ হয়ে আবার রাজপথে ঝাঁপিয়ে পড়বো।
উল্লেখ্য, সাইফুল ইসলাম ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সাম্প্রতিক সংবাদ