শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের দেখতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ

নিউজ: প্রশান্ত মজুমদার। ছবি: মোঃ আরিফ।

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ইং তারিখে দেখতে গিয়েছেন বিএসএমএমইউ কর্তৃপক্ষ। বিএসএমএমইউ এর ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অত্র বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন ২১ জন ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেন। বিএসএমএমইউ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  আহত প্রত্যেক রোগীর সাথে আলাদা আলাদাভাবে কথা বলেন এবং প্রত্যেক রোগীর সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিএসএমএমইউ প্রশাসন জানায় আহত শিক্ষার্থীদের ওষুধের যোগানসহ সর্বোচ্চ আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। বিএসএমএমইউতেই সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে যদি কারো বিদেশে চিকিৎসা নেয়ার প্রয়োজন হয় সে বিষয়েও কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা করবে।

ছাত্র জনতার আন্দোলনে আহত  ছাত্রছাত্রদের খোঁজ-খবর নেয়ার সময়  সেখানে সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম,  উপ-উপাচার্য (প্রশাসন) ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ  ও ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার ও রেজিওলজি এন্ড ইমেজিং বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ছাত্র—জনতার অভ্যুত্থানে
সাম্প্রতিক সংবাদ