সরিষাবাড়ীতে কৃষকদের মাটি পরীক্ষা ও ভেজাল সার সনাক্তকরণে প্রশিক্ষণ
সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকদের জন্য মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ এবং ভেজাল সার সনাক্তকরণে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের জামালপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ খা ম মুর্শেদুর রহমান, গবেষণাগার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাফেজা বেগম, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ এবং ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণাগার ব্রহ্মপুত্রের টিম লিডার মো. মাহবুবুল আলমসহ অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা মাটির সঠিক ব্যবস্থাপনা, ফসল উৎপাদনে উপযুক্ত সারের ব্যবহার এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, রোগবালাই থেকে ফসল রক্ষায় আগাম পদক্ষেপ এবং ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, মাটি পরীক্ষার মাধ্যমে জমির সঠিক অবস্থা জানতে পারলে সারের সঠিক প্রয়োগ নিশ্চিত করা যায়। এতে খরচ কমার পাশাপাশি ফসলের উৎপাদনও বৃদ্ধি পায়।
উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ জানান, কৃষকরা চাইলে সরাসরি জামালপুর মৃত্তিকা উন্নয়ন অফিসে গিয়ে মাটি পরীক্ষা করাতে পারেন। এতে জমির উৎপাদনশীলতা নিশ্চিত করার পাশাপাশি ভেজাল সার থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এই কর্মসূচির আওতায় ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণাগার সরিষাবাড়ীতে তিন দিন অবস্থান করে ৫৩ জন কৃষকের জমির মাটি মাত্র ২৫ টাকার বিনিময়ে পরীক্ষা করে। রবি ও খরিপ মৌসুমে সঠিক সারের পরিমাণ নির্ধারণে এই কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।