শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মানিক সম্পাদক- ইয়াকুব কমিশনার রাণীশংকৈলে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শান্তা কমিউনিটি সেন্টারে সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনূষ্ঠিত হয়। নির্বাচনে ২টি পদে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা  করেন।  সম্পাদক পদে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ হোসেন পায় ১৮৮ ভোট। কমিশনার পদে উত্তরগাঁও সঃপ্রাঃবিদ্যায়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দি সন্ধারই সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) রহিমা খাতুন পায় ১২৮ ভোট। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ২৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মানিক সম্পাদক- ইয়াকুব কমিশনার রাণীশংকৈলে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
সাম্প্রতিক সংবাদ