শহিদ আবু সাঈদের সমাধি জিয়ারত পিএসসির চার সদস্যের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ উৎসর্গকারী রংপুর ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’-এর অন্যতম সমন্বয়ক শহিদ আবু সাঈদের সমাধি জিয়ারত করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য মো: জহিরুল ইসলাম ভূঁইয়া, এএসএম গোলাম হাফিজ, ড. মোহাম্মদ সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
সোমবার পিএসসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসির চার সদস্য সমাধি জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের কথা শোনেন।
এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব, রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।