পীরগাছায় জামায়াতের নবনির্বাচিত আমির বজলুর রশিদ মুকুল

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
আগামী দুই বছরের জন্য রংপুরের পীরগাছা উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন বজলুর রশিদ মুকুল। শনিবার (২৩ নভেম্বর) সকালে তাকে শপথবাক্য পাঠ করান রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক। এর আগে ওই উপজেলায় জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছিলেন মাওলানা মোস্তাক আহমেদ। তিনি এখন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারীর দায়িত্ব পালন করবেন।
বজলুর রশিদ মুকুল দেউতি স্কুল এন্ড কলেজের প্রভাষক ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৮-২২ সালে উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত উপজেলা জামায়াতের নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন। তার নাম ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন শ্রেণির মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পীরগাছায় জামায়াতের নবনির্বাচিত আমির বজলুর রশিদ মুকুল