প্রতিহিংসা নয়, মেধার প্রতিযোগিতায় গড়ি সমৃদ্ধ সমাজ

ব্রাহ্মণপাড়া, কুমিল্লা প্রতিনিধি:
গত ২২/১১/২০২৪ ইং অনুষ্ঠিত হয়ে গেল মরহুম ডাক্তার রুকন উদ্দিন মেধা বৃত্তি -২০২৪। নাগাইশ মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক মো: মতিউর রহমান সবুজ এর পরিচালনায় এবং ইংরেজি সহকারী শিক্ষক ফারুক আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা হাজী নুরুল ইসলাম। ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য ২৪ টি প্রতিষ্ঠান থেকে ৫ম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।উক্ত মেধাবৃত্তি পরীক্ষায়,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার সোহেল রানা, ব্রাহ্মণপাড়া উপজেলা মেডিকেল অফিসার (ইউনানি), জনাব, ইলিয়াস হোসেন ভূইয়া, প্রধান শিক্ষক চৌব্বাস জাহানারা উচ্চবিদ্যালয়,হযরত মাওলানা আবুল কালাম আজাদ, সুপার বড়ধুশিয়া দাখিল মাদ্রাসা, জনাব,মামুনুর রশিদ প্রধান শিক্ষক, শশীদল ফুলকুড়ি চাইল্ড একাডেমি, জনাব,মাসুদ আলম প্রধান শিক্ষক উ: চান্দলা আইডিয়াল স্কুল, সবুজ হাসান, প্রধান শিক্ষক চাড়িপারা আইডিয়াল স্কুল, গোলাম বারী,সহকারী শিক্ষক, নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোহেল রানা সহকারী শিক্ষক, নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়,জনাব,সফিক,প্রধান শিক্ষক বড়ধুশিয়া আদর্শ কিন্ডারগার্টেন।
জনাব ছাদেক সরকার প্রধান শিক্ষক আল- মদিনা কিন্ডারগার্টেন, জনাব,মাওলানা আ: ছামাদ প্রধান শিক্ষক, ইক্বরা একাডেমি। জনাব,সোহেল রানা প্রধান শিক্ষক উ: নাগাইশ আদর্শ প্রি- ক্যডেট স্কুল, জনাব তোফাজ্জল হোসেনে,প্রধান শিক্ষক অক্সফোর্ড চাইল্ড কেয়ার একাডেমি,মো: মহসিন শিক্ষক ড্রিমস চাইল্ড কেয়ার একাডেমি, জনাব,মোশারফ হোসাইন সহ: প্রধান শিক্ষক নাগাইশ মডার্ন হাইস্কুল,অত্র স্কুলের শিক্ষক, জনাব নাইম ইসলাম, সাইফুল ইসলসম,মেহেদী হাসান,স্বাধীন মুন্তাসীর,মাওলানা সফিকুল ইসলাম,নাইম আহমেদ,সাবিকুন নাহার, মোছা: নারগিস আক্তার প্রধান শিক্ষক দিঘী ওয়ালা বাড়ী ব্রাক স্কুল।মরহুম ডাক্তার রুকন উদ্দিন মেধা বৃত্তি পরীক্ষায় প্রথম ৩ জন সহ মোট ১৩ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী, সনদ পত্র প্রদান করা হয়।
১ম স্হান অর্জন করে উত্তর নাগাইশ আদর্শ প্রি- ক্যডেট স্কুল।
২য় এবং ৩য় স্হান অর্জন করে শশীদল ফুলকুড়ি চাইল্ড একাডেমি।
ইক্বরা একাডেমি ৭ টি মেধা বৃত্তি নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ টি মেধা বৃত্তি।
বড়ধুশিয়া আদর্শ কিন্ডারগার্টেন ১ টি মেধা বৃত্তি অর্জন করে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন