কৃষকের মাঝে কৃষি উপকরন বিতরণ ও উদ্বোধন: সজীব কান্তি রুদ্র

স্টাফ রিপোর্টার
রাঙামাটি জেলাতে রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর ) সকাল  ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রণোদনার অংশ হিসেবে রাজস্থলী  উপজেলার ৩ টি ইউনিয়নের ১২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও অড়হরের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে  রাজস্থলী  উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহরিয়ার বিশ্বাস এর  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।
ইউএনও সজীব কান্তি রুদ্র গণমাধ্যম কে  জানান, সরকারের প্রণোদনা কর্মসূচি থেকে বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে সঠিক চাষাবাদের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ভূমিকা রাখতে হবে বলে জানান।
এ বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, সাংবাদিক আজগর আলী খান, উপসহকারি কৃষি কর্মকর্তা, নন্দীয় তনচংগ্যা, শাহাজান, জয়নাল, পুলু  মারমা ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * রাজস্থলী তে কৃষকের মাঝে কৃষি উপকরন বিতরণ ও উদ্বোধন - সজীব কান্তি রুদ্র
সর্বশেষ সংবাদ