নীলফামারীতে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে  মেহের নেগার মেঘলা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।  বুধবার (২০ বুধবার) দুপুরে শহরের পাঁচ মাথা মোড়ে মোটরসাইকেল ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। নিহত মেঘলা সদরের চাপড়া যাদুরহাট এলাকার রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী‌ এবং যাদুরহাট সোনামনি কেজি স্কুলের সহকারী শিক্ষিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের থাকার সুবাদে প্রতিদিনের ন্যায় স্বামীর সঙ্গে যাদুরহাট যাওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু মোটরসাইকেলের স্ট্যান্ড তুলতে ভুলে যান চালক স্বামী। পাঁচ‌ মাথা মোড় এলাকায় তারা পৌছলে স্ট্যান্ড রাস্তার সঙ্গে ধাক্কা লেগে স্কুল শিক্ষিকা মেঘলা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যেই মেঘলার মৃত্যু হয়।
নীলফামারী জেনারেল হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার (সার্জারি বিভাগ) ডা. মোঃ আবতাবুজ্জামান বলেন,’কিছু লোকজন স্কুল শিক্ষিকাকে হাসপাতালে আনা‌‌র পর দেখা যায় আগেই তার‌ মৃত্যু হয়েছে।  মাথায় গুরুতর আঘাত পাওয়ার ফলে তার মৃত্যু হয়।’
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নীলফামারীতে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষিকার * বাসুদেব রায়