নতুন পড়াশুনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডি মারিয়া
আর্জেন্টিনার বিভিন্ন শিরোপা জয়ের নায়ক আনহেল দি মারিয়া। সবশেষ দুই কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা কিংবা বাইশের কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জেতা এই চার শিরোপা জয়েই রয়েছে এই ফুটবলারের অবদান। তবে চলতি বছরের গেল জুলাই মাসে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে রেকর্ড ১৬তম বারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৬ বছর বয়সি এই মধ্যমাঠের তারকা।
আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততার কারণে ক্লাব ফুটবলে বিরতি চলছে। যেহেতু দি মারিয়ার জাতীয় দলের ব্যস্ততা নেই তাই ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এর ফাঁকেই সম্প্রতি পডকাস্টার হুয়ান পাবলো ভারস্কি অন ক্ল্যাঙ্কের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন আর্জেন্টাইন এই ফুটবলার। সেখানেই উঠে আসে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি। নিজের ভবিষ্যৎ নিয়ে দি মারিয়া বলেন,কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি।
যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছি ও বিশ্লেষণ করছি। কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও আমি দেখছি। আমি জানি, কোচিং করানো অনেক বেশি কঠিন হবে, কারণ এটা অনেক বেশি সময় ও শ্রম নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন। তবে সেসব পরের বিষয় যখন অবসর (ক্লাব ফুটবল থেকে) নেব, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইব। এরপর হয়তো এটা (কোচিংয়ে চোখ দেওয়া) সম্ভব হতে পারে।