কচুয়ায় ডাকাত দলের তিন সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তাদের আটক করেছে পুলিশ। সোমবার রাতে কচুয়া থানার এসআই আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাতাপুকুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা হলেন, উপজেলার বাইছারা গ্রামের আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে শরীফ ভূঁইয়া (৩৪), বুধুন্ডা গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাদশা মিয়া ওরফে গিয়াসউদ্দিন (১৯) ও একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. নাঈম হোসেন (২০)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আব্দুল হালিম জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তাদের আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কচুয়ায় ডাকাত দলের তিন সদস্য আটক