কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
চাঁদপুর প্রতিনিধি :
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ২০ (নভেম্বর) বুধবার সকালে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৯৫০০ জন কৃষকের মাঝে বোরো (উফসী) ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষক প্রতি ৫ কেজি বীজ ,ডি এ পি স্যার ১০ কেজি ও এমওপি ১০ কেজি প্রদান করা হয়। এছাড়াও ২৩০০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওসমান গনির সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী।
কৃষি অফিসার মেজবাহ উদ্দিন জনি বলেন, সরকার প্রদত্ত সকল ধরনের সুযোগ সুবিধা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সুষম বন্টন করা হয়। এজন্য প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কৃষকদের সাথে বৈঠক করে সঠিকভাবে সহায়তা প্রদান করা হয়। এসময় বক্তব্য প্রদান করেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাসান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,ওসি (তদন্ত) জিয়াউল হক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
এসময় বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।