চরভদ্রাসনেগ্রাম্য সালিশেকে কেন্দ্র করে ইউপি সদস্য সহ বিরুদ্ধে চুল কাটা বিচারকের নামে প্রহসন মূলক মামলা
ফরিদপুর জেলায় চরভদ্রাসনে গ্রাম্য সালিশেকে কেন্দ্র করেদুর্ঘটনায় ক্ষতি ব্যক্তি সহ ইউপি সদস্য বিরুদ্ধে চুল কাটা বিচারকের নামে প্রহসন মূলক মামলা। চরভদ্রাসনের লোহারটেক গ্রামের আইয়ুব খানের ছেলে এনামুল হক তুযার(২২)গত ১০ই নভেম্বর বিকালে সদা’র বাড়ি মোড় হতে সামনে চৌরাস্তায় একটি বকনা বাছুরের সাথে এক্সিডেন্ট করে।এ ঘটনায় পরদিন বিকালে ঐমোড়ে একটি শালিস বৈঠক হয়।
শালিস বৈঠকে টুকু প্রমানিকের বকনা বাছুর ক্ষতি হওয়ায় টুকু প্রমানিকের সাথে বিচারের ব্যবস্থা করা হয়।
জানা গেছে, আইয়ুব আলী খানের ছেলে মাদকাসক্ত সাপ্তাহে দুই চারটি অ্যাক্সিডেন্ট করে । এনামুল সর্বদায় গাড়ি বেপরোয়া ভাবে চালায়। দাদা কে চাকু ঠেকিয়ে মোটরসাইকেল কিনে দিতে বাধ্য করে। সেইম একইভাবে আইফোন কিনে দিতেও বাধ্যকরে।
আরোও জানা যায়,বিএনপির কিছু নেতারা মাদকাসক্ত ওসমাজে বেপরোয়া ভাবে জীবন যাপন করাএনামুল হকপরিবারের লোকজনের অবাধ্য হয়ে পড়াসমাজে সকালে ঘৃণিত ব্যক্তি ঘৃণিত রাজনীতি শুরু করেছে ।
৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে বিচারের সময়ে দুর্ব্যবহার করেছে। ৩নংচরভদ্রাসনের ইউপি সদস্য সরওয়ার হোসেন মৃধাএকটু শাসনব্যবস্থা করেছে । পরিবারের লোকজনের অবাধ্য হয়ে পড়েছে। বিচারের সময়ে ৩নংচরভদ্রাসনের ইউপি চেয়ারম্যানের সাথে দূর ব্যবহার করে একারণে ৩নংচরভদ্রাসনের ইউপি সদস্য সরওয়ার হোসেন মৃধা ক্ষুব্ধ হন।
চুল কাটা ঘটনায় ইউপির সদস্য সরোয়ার মৃধা আবেগেরই বসিভুত হয়ে এ কাজটি করেছে।ইউপি সদস্যর সাথে এনামুল হক তুষারের কোন শত্রুতা নেই। ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে রাজনীতির ফায়দা লুটের জন্য। বেপরোয়া জীবন যাপন করা এহসানুল হক তুষার আত্মহত্যার ঘটনা ঘটাতে চেষ্টা করে পরে চরভদ্রাসন হাসপাতালে এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে বেগতিক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে যুবদল নেতারা বলেছে এটাকে বিএনপির কিছু অসাধু নেতারা ফায়দা হাসিল করছে এবং আজগবি মামলা দায়ের করেছে বলে মন্তব্য করেছেন। সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, সামান্য বেয়াদব ছেলেটাকে চুল কাটায় ছেলেটি আত্মহত্যার চেষ্টা করে ঘটনাটি অন্যদিকে পূর্বাবিত হচ্ছে বলে অনেকেই মন্তব্য করেছে। মামলার বাদিকে একাধিক ফোন দিলে ফোন রিসিভ না করা তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে টুকু প্রামানিক তো কোন অপরাধ করেনি তাকে কেন মামলা আসামি করা হলো এর সঠিক দিতে পারেনি চরভদ্রাদন থানার তদন্ত অফিসার এসআই মুরশেদ আলম।
এদিকে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল গাফফার কেএ প্রতিবেদক প্রশ্ন করলে চুল কাটালে আজগবি একটা মামলা। সমাজের বিচারকদের অবস্থান কোথায় এবং রাজনীতির বলির পাঠা কিনা সঠিক উত্তর দিতে পারেনি। সমাজে মাদকাসক্ত ঘন ঘন দুর্ঘটনাকারী বেয়াদব ছেলে শাসন ব্যবস্থার উপর মামলায় এলাকাবাসী সুশীল সমাজ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।