নির্বাচন বিহীন সরকার দীর্ঘস্থায়ী হতে পারেনা

তালতলী বরগুনা সংবাদদাতা:
ফ্যাসিবাদী হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় সৈরাচারী সরকারের পতন হয়েছে। অন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছে। সব বিতর্কের অবসান ঘটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এই সরকারের। অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হতে পারেনা।তালতলীর বিএনপি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা এসব কথা বলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপি একাংশের আয়োজনে সদর রোডে জনসভায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, হাসিনা সরকারের গত ১৭ বছরের দুর্নীতি, নির্যাতন ও আয়নাঘরে নিয়ে মানুষ হত্যা করে ফ্যাসিবাদী ইতিহাস গড়েছেন। এই সময়ে বাংলাদেশে কোনো নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সাধারণ মানুষের ভোটের অধিকার কেটে নিয়েছে হাসিনা। শত ভয় নিয়েও সাধারণ ছাত্র-জনতা আনন্দোলন করে হাসিনাকে পালাতে বাধ্য করেছে। তিনি আরও বলেন,এই বরগুনা জেলায় আওয়ামীলীগের সময় কোনো উন্নয়ন হয়নি। তবে তাদেও নেতাদেও উনন্নয় হয়েছে।তাই এ দেশ আমাদের, দেশ রক্ষার্থে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে ও বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিয়া মোঃ শামীম আহসানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আবদুল কাদের জোমাদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জনসভার প্রধান বক্তা এ জেড এম ছালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. নূরুল আমীন পিপি, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. রঞ্জুআরা শিপু প্রমুখ। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নির্বাচন বিহীন সরকার দীর্ঘস্থায়ী হতে পারেনা