বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে সম্প্রতি  পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারকে পুনর্বাসন করতে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, ঢাকাস্থ ব্যাচ ৭১ এর সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাব উপজেলার পাহাড়ি ঢলে বন্যার্ত দরিদ্র অসহায় মানুষের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহন করে।
এরই অংশ হিসেবে উপজেলার বনকুড়া, খলিসাকুড়া ও বারমারী এলাকার ১৫ টি পরিবারের নতুন ঘর নির্মাণ করার জন্য সিমেন্টের খুটি, টিন ও কাঠ বিতরণ করা হয়। এদিন ওই ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মাঝে ৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এমএ হাকাম হীরা, শরিফুর রহমান, দেবদাস চন্দ বাবু, শেরপুর জেলার সমন্বয়ক হাকিম বাবুল, সাংবাদিক সাইফুল ইসলাম, এম. সুরুজ্জামান, এম. উজ্জল, ক্লোডিয়া নকরেক কেয়া, বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন চন্দ্র বর্মণ ও আদিবাসী নেতা সুমন্ত বর্মণ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ * লাল মোঃ শাহজাহান কিবরিয়া * শেরপুর নালিতাবাড়ী