দুর্ঘটনায় আহত পরিচালককে দেখতে হাসপাতালে নোবিপ্রবি উপাচার্য

সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক হিসাবকে দেখতে হাসপাতালে যান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ রবিবার (১৭ নভেম্বর ২০২৪) ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন পরিচালক (হিসাব) মোহাম্মদ সাইদুর রহমানকে দেখতে যান তিনি। এসময় তিনি মোহাম্মদ সাইদুর রহমানের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, শনিবার (১৬ নভেম্বর ২০২৪) নোবিপ্রবি পরিচালক (হিসাব) মোহাম্মদ সাইদুর রহমান সোনাপুর-সুবর্ণচর সড়কে দূর্ঘটনার শিকার হন। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাঁকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * দুর্ঘটনায় আহত পরিচালককে দেখতে হাসপাতালে নোবিপ্রবি উপাচার্য