ঘোড়াঘাটে অল্পের জন্যে বেঁচে ফিরলেন চালক ও তার সহকারী

আটকে পড়া চালক ও তার সহকারীকে উদ্ধার করছে ফায়ারসার্ভিসের সদস্যরা

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাকের পিছনে চালের ব্রান্ড বোঝাই ট্রাকের ধাক্কায় ব্রান্ড বোঝাই ট্রাকের কেবিন দুমড়ে মুচড়ে যায়। এতে চালকের সহকারী গুরুতর আহত এবং চালক সামান্য আঘাত প্রাপ্ত হয়। আহত দুই জনই চালের ব্রান্ড বোঝাই ট্রাকের চালক ও তার সহকারী।

শনিবার ( ১৭ নভেম্বর)  রাত সাড়ে ১০ টায় উপজেলার মিশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত চালকের সহকারী আকবর আলীর ছেলে গোলাম রব্বানী (১৮) বিহালা গ্রামের ও চালক সাইদুল ইসলামের ছেলে শুভ ইসলাম (৩০) মোড়ালি পুর এলাকার। তাদের দুইজনের বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হিলি থেকে পেঁয়াজ বোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার মিশন মোড়ের মহাসড়কে এক পাশে দাঁড়িয়েছিল। এদিকে  বোচাগঞ্জ থেকে চালের ব্রান্ড বোঝাই ট্রাকটি গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে যাচ্ছিল। চালের ব্রান্ড বোঝাই ট্রাকটি মিশন মোড় এলাকা অতিক্রম করার সময় সামনে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় চালের ব্রান্ড বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় কেবিনের মধ্যে চালক ও তার সহকারী আটকা পড়ে। পরে খবর পেয়ে ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান নেতৃত্বে ফায়ারসার্ভিসের সদস্যরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের কেবিনের মধ্যে আটকে পড়া ওই দুই জনকে উদ্ধার করে এবং গুরুতর আহত চালকের সহকারীকে ও চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।

জরুরি বিভাগে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাঃ প্রিয়াঙ্ক জানান, চালকের সহকারীর বাম পা ভেঙে গেছে। সেই সাথে তিনটি পায়ের আঙ্গুল থেঁতলে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে এবং চালককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ট্রাক দুইটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত যুকবের পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ঘোড়াঘাটে অল্পের জন্যে বেঁচে ফিরলেন চালক ও তার সহকারী * মনোয়ার বাবু